আমার সমাজর মানুরে "রাসহান জিতইগা মনিপুরী বুলিক"** এ মিছা এহান খাইর ইমপেরেলিজম হান করে আকতাই প্রচার অকরেদিয়া "বিষ্ণুপুর" শব্দ এগ গৌন(minor) করেইলা।***>>>>পিছেদে মনিপুর, বভ্রুবাহন,অর্জুন বুলিয়া নাটকীয় ইপিসড সমাজর মানুরে হুনুয়েয়া মিছা গরীমার নৌ আগত চরোয়েয়া আজি নরকে ঠেলা দিলা।<<<<<আমারতা লাগেরতা রাসলীলা বৈষ্ণব সংস্কার এহান, মনিপুরী কালচার না লাগের।মনিপুরী কালচারে আরতাউ আমি নাজানি, নাহুনেছি ঔতারৌ মিশ্রন আছে।তাই রাসহান কোন মনিপুরীয়ে ডিগারা দিয়া নাথছি।রাস এহান সনাতন ভারতীয় সংস্কৃতিহান যেহানর জরম বৃন্দাবনেত্ব অয়া বিষ্ণুপুর সামরাজ্যে রাজকীয় উৎসবর আকার পাছিল ষোল ছেঞুরীর মল্ল রাজার রাজত্বে।রাসহান মনিপুররহান নাগই....

Post by: Parimal Sinha      Facebook


Post by:    Naresh Chandra Modak      Facebook     

শেয়ার করার অসুবিধায় কপি করে তুলে ধরতে বাদ্য হলাম Naresh Chandra Modak দার একখানা পোষ্ট.....অনেক আকর্শনীয় কথা তুলে ধরলেন উনি বিষ্ণুপুরের প্রাচুর্যতার দিকটাকে।

""বিষ্ণু পুর টেরাকোটা স্বম্বৃদ্ধ মন্দির গুলির বিখ্যাত কিছু টেরাকোটা বিষ্ণু পুর ও অন্যত্র কি ভাবে পরিবর্তিত বা পরিবেশিত হয়েছে আগে দেখান হয়েছে ।

বিষ্ণু পুরের এমনি আরো একটি বিখ্যাত যা বিষ্ণু পুরকে পরিচিত করে তার সম্বন্ধে ও অন্যত্র কি ভাবে পরিবেশিত হয়েছে এখানে দিলাম । 
সোনা যায় নারায়ণ ত্রেতা যুগে রাম রুপে এসেছিলেন। মুনি ঋষিরা সব জান্তেও পেরেছিলেন কিন্তু তার বনবাস ও যুদ্ধকালীন ব্যস্ততার জন্য তাঁরা তার সঙ্গ পায় না । রাম বলেছিলেন দ্বাপরে আবার কৃষ্ণ রুপে জন্ম লাভ করবেন আর তখন তাঁদের সাথে দেখা হবে ।
দ্বাপরে নারায়ণ আবার কৃষ্ণ রুপে এলেন আর মুনি ঋষিরা গোপিনী রুপে নারায়নের সাথে রাস লীলায় মত্ত হলেন ।
এই রাস মণ্ডল যে রাসের চিত্র রূপ গোটা শ্যামরাই( পাঁচ চূড়া ) মন্দিরে ছোট বড় চল্লিশ টি রাস মণ্ডল দেখতে পাওয়া যায় ( চিত্ত রঞ্জন দাসগুপ্ত 'র মতানুজায়ী )। এ সম্বন্ধে শ্রীযুক্ত মানিক লাল সিংহ তার ' পশ্চিম রাড় তথা বাঁকুড়া সংস্কৃতি' বইটিতে সুন্দর বর্ণনা করেছেন । মন্দিরের গর্ভ গৃহে যে একটি চিত্র আছে এখানের তৃতীয় ছবিটী।
এই রাস মণ্ডলে এক মনের সাথে অন্য মনের যে রতি ক্রিয়া সে আস্বাদন নিতে ইন্দ্রপত্নী শ্চীদেবি, দুরগাও শিব প্রবেশ ক্রবার জন্য লালায়িত এবং প্রবেশ করে ধরা পড়েন ।
চৈতন্য চরিতামৃত লেখক বলেছেন '' অতএব গোপীগ্ণে নাহি কামগ্নধ/ কৃষ্ণ সে সুখ লাগি, কৃষ্ণ সে সম্বন্ধ ।
রাস মণ্ডলের মাঝে রাধা কৃষ্ণ আর তার চারি পাশে গোপীনীরা এই টারাকোটা চিত্রটি আটপুর ও গুপ্তিপাড়া মন্দিরেও দেখা যায় এখানে সেই চিত্রগুলি দেখান হল ।
আপনাদের শজোগিতাও অনিমতি পেলে বিষ্ণু পুর ও অন্যত্র মিথুন পর্যায়ের কিছু টেরাকোটা চিত্র এখানে পোষ্ট করতে পারি ।
মনে রাখবেন আপনাদের অনুমতির সাপেক্ষে আমার আগের পোস্টটি নির্ভয় করছে ।।""